লেখাটি কেমন লাগল দয়া করে কমেন্টে জানাবেন। আমার ভ্রমণের Youtube চ্যানেল Bhromon India
সিকিমের এক প্রকার অফ বিট ভ্রমণ এর গন্তব্য বলা যেতে পারে দক্ষিণ-পশ্চিম সিকিমের ভার্সকে। জায়গাটি রোডডেনড্রোন ফুলের স্বর্গ রাজ্যও বলা চলে। ভার্সে ভ্রমণে আপনি পাবেন, নিরিবিলি এক পাহাড়ি গ্রাম ভ্রমণ, বিভিন্ন ধরণের ফুল, অজানা সব পাখি ও একটা সোজা ট্রেক।
কোথায় থাকবেন?
ভার্সে পশ্চিম সিকিমের একটা ছোট্ট পাহাড়ি জায়গা। এই জায়গাটা জঙ্গলের মধ্যে লোকালয় থেকে সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন। তবে এখানে থাকবার মত দুটি রিসোর্ট আছে। চাইলে সেখানে থাকতে পারেন। অথবা হিলে তেওঁ থাকা যেতে পারে। তবে সাধারণত সকলে ওকরে গ্রামে থেকে ভার্সে ঘুরে যায়। অথবা প্রথম রাত্রি ওকরে থেকে পরের দিন ভার্সের রিসোর্ট আসতে পারেন। ওকরে গ্রামে অনেক হোম স্টে আছে যেখানে আপনি থাকতে পারে। দৈনিক থাকা খাওয়া বাবদ মাথাপিছু খরচ পড়বে 900 থেকে 1200 টাকা। আমরা যে হোম স্টে তে ছিলাম তার ফোন নম্বর রইল।
রিনচেন:
+91 6295 997 432
+91 80018 01707
রিনচেন হোম স্টের বাড়ি মালিকের মেয়ে, খুব সুন্দর তার ব্যাবহার ও আতিথেয়তা। বিশদে জানতে আমার youtube ভিডিও দেখে নিতে পারেন।
কি ভাবে যাবেন?
ভার্সে যেতে গাড়ি আসবে হিলে পর্যন্ত। তবে হিলে ও ভার্সে দুটি জায়গাই জঙ্গলের মধ্যে ফলে আপনারা থাকতে পারেন ওকরে গ্রামে।
আপনাকে প্রথমে আসতে হবে শিলিগুড়িতে। কলকাতা থেকে এলে উত্তর বঙ্গের যে কোনো ট্রেনে চলে আসুন শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি। সেখান থেকে আসতে হবে শিলিগুড়ি গাড়ি স্ট্যান্ডে।
শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে জর্থ্যাং/জোরথ্যাং সময় লাগবে প্রায় 3 ঘন্টা। ভাড়া 250 টাকা।জর্থ্যাং থেকে ওকরে যেতে সময় লাগে প্রায় 3 ঘন্টা, শেয়ার গাড়ির ভাড়া 200 টাকা। সকালে শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করলে জোর্থাং এসে দুপুরের খাবার খেয়ে নিতে পারেন। অথবা জোর্থাং থেকে ওকরে যাবার পথে সোমবারিয়া বলে একটা বাজার পড়বে, গাড়ি ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়ায়, সেখানেও খেয়ে নিতে পারেন।
জোর্থাং থেকে ওকরে বাস যোগাযোগ আছে। তবে দিনে একটা বাস সকালে ওকরে থেকে ছেড়ে জোর্থাং যায় এবং দুপুরে ফিরে আসে। সকাল 7:30-8:00 এর মধ্যে একটা বাস আসে ওকরে থেকে জোর্থাং। দুপুর 1 টা নাগাদ আবার ফিরে যায়। বাসের ভাড়া 70 টাকা।
ওকরে থেকে হিলে যেতে কোনো পাবলিক গাড়ি বা বাস নেই। আপনার প্রাইভেট গাড়ি ভাড়া করে আসতে হবে।
ওকরে থেকে হিলে প্রাইভেট গাড়ি লাগবে ভাড়া 1200 থেকে 1500 টাকা। সারা দিন গাড়ি অপেক্ষা করবে আপনার ঘুরে আসবার জন্য।
ভার্সে ট্রেক
হিলেতে গাড়ি রেখে ট্রেক করে পৌঁছাতে হয় ভার্সতে। এই ট্রেক এর জন্য বা জঙ্গলে প্রবেশের জন্য টিকিট প্রয়োজন। ভার্সে টিকিট 55 টাকা।এর পর আপনার প্রায় সাড়ে4 কিলোমিটার ট্রেক করে পৌঁছাতে হবে। ট্রেক এক প্রকার সোজা। হাঁটুর সমস্যা না থাকলে বা খুব বয়স না হলে এটা করা যায়। প্রতি কিলোমিটার এ বিশ্রাম নেবার জায়গা রয়েছে। তবে এই ট্রেকে খাবার বা জল আপনায় হিলে থেকেই নিয়ে আসতে হবে। গাইড নিতে পারেন, সে আপনাদের সাহায্য করবে। আমরা হোম স্টে থেকেই গাইড নিয়েছিলাম। আর দুপুরের খাবার হোম স্টে থেকে পাঠিয়ে দিয়েছিল। গাইড বাবদ 500-600 টাকা আপনার ধরে রাখতে হবে।
কখন আসবেন?
ভার্সে ফুলের স্বর্গ রাজ্য, আর এই ফুল ফোটে মে মাসের প্রথম থেকে 3য় সপ্তাহের মধ্যে। সাধারণ এক বছর বেশি আরেক বছর একটু কম ফুটে থাকে। 2020 তে খুব বেশি ফুল ছিল, আর আমরা 2021 এ যাবার ফলে খুব বেশি ফুল পাইনি। আশা করা যায় 2022 যে খুব বেশি ফুল ফুটবে। এখানে রয়েছে 6 ধরণের রোডডেনড্রোন বা গুরুশ। এই জন্য এই জায়গার আরেক নাম গুরুশ কুঞ্জ।
হোম স্টে
where-to-stay?ph-o?
ReplyDelete