- সংক্ষেপে বিশেষ তথ্য
- কি ধরনণের ঘুরবার জায়গা: প্রকৃতি - জঙ্গল, পাহাড়, জলাধার ও জলপ্রপাত
- বছরের কখন ঘুরতে যাওয়া যায়: শীত (অক্টোবর থেকে ফেব্রুয়ারি) ও বসন্তকাল (মার্চ ও এপ্রিল, লাল পলাশের সময়)
- কত সময় প্রয়োজন ঘুরবার জন্য: ৩ দিন বা তার বেশি
- কাছের বড় শহর: পুরুলিয়া শহর
- কিভাবে যাওয়া যায়: ট্রেন, বাস, গাড়ি
- সংক্ষিপ্ত ইতিহাস
- কিভাবে যাবেন,
- ট্রেন: হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস ট্রেন, হাওড়া থেকে রাত্রি ৯:০৫ ছেড়ে যায় ও পুরুলিয়া জংশন এ পৌঁছায় সকাল ৬:২০ মিনিটে। পুরুলিয়া থেকে একই ট্রেনে ফিরতে পারবেন, ফিরবার ট্রেন পুরুলিয়া জংশনে রাত্রি ৯:১০ মিনিটে ও হাওড়া পৌঁছায় সকাল ৪:৩০ মিনিটে।
- বাস: ধর্মতলা থেকে অনেক বাস পুরুলিয়ার উদ্দেশ্য ছাড়ে , তবে ট্রেন জার্নি বেশি নিরাপদ ও আরামদায়ক।
- গাড়িতে: কলকাতা থেকে গাড়িতে ৫ ঘন্টায় পুরুলিয়া পৌঁছানো যায়। দিল্লি রোড ধরে দুর্গাপুর বা আসানসোল হয়ে পৌঁছানো যায় পুরুলিয়া শহরে। গুগল ম্যাপ আপনার এই রাস্তা সাহায্য করতে পারে।
- কোথায় কোথায় ঘোরা যায়?
- কাশিপুর রাজবাড়ী, এই রাজবাড়ীর সাথে মাইকেল মধুসুধন দত্তের ইতিহাস জড়িত আছে। মাইকেল একসময় এই রাজবাড়িতে চাকরি করতেন। পঞ্চকোট রাজপরিবার প্রায় ৮০০ বছর ধরে কাশিপুর শাসন করেন এবং এই রাজবাড়িটি তৈরি করেন মহারাজা নীলমনি সিং দেও /সিংহ এই রাজবাড়িটি তৈরি করেন। এই রাজবাড়ী তৈরী করতে প্রায় ১০ বছর সময় লাগে। পুরুলিয়ার ইতিহাসের সাথে জড়িত আছে এই রাজবাড়ী। মনে রাখবেন এই রাজবাড়িটি দুর্গাপূজার সময় সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হয়। ফলে অন্য সময় এখানে গেলে ভেতরে ঢুকতে পারবেন না।
- জয়চণ্ডী পাহাড় পুরুলিয়ার অন্যতম আকৰ্ষণ। জয়চন্ডি পাহাড় জয়চন্ডী রেল স্টেশন থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত। আদ্রা স্টেশন থেকেও এখানে চলে আসা যায়। এই পাহাড়ে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছবির শুটিং হয়েছিল। এছাড়া আরো বেশ কিছু ছবির শুটিং এখানে হয়েছে। এই পাহাড়ের ওপরে আছে জয়চন্ডী মন্দির ও বজরং মন্দির। এই পাহাড়ে উঠবার সিঁড়ি আছে তবে ওপরে উঠতে গেলে ৫০৩ টি সিঁড়ি চড়বার প্রয়োজন হবে। ফলে এখানে উঠবার সময় সঙ্গে জল ও হালকা খাবার/চকলেট রাখবেন। ওই এলাকার বিখ্যাত ব্যাবসায়ী জয় আগরওয়াল ও ওম প্রকাশ আগরওয়াল এই সিঁড়ি গুলি নিজেদের খরচে বানিয়েছেন। জয়চন্ডির কাছে সরকারি গেস্ট হাউসে থাকবার ব্যবস্থা আছে।
পাঞ্চেৎ ড্যাম, গড় পঞ্চকোট থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত পাঞ্চেৎ ড্যাম। এই ড্যামটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড দুই রাজ্যের বর্ডারে আছে এই ড্যামটি। ধানবাদ এখন থেকে একটু দূরে। গড় পঞ্চকোট ঘুরে এই ড্যামটিও ঘুরে নিতে পারেন।
বড়ন্তি /বরন্তি পাহাড় ও তার পাদদেশে আছে বড়ন্তি লেক। বড়ন্তি পাহাড় লেকের দক্ষিণ পশে অবস্থিত। লেকের উত্তর পশ্চিম পাশের পাহাড়টিকে মানুষ ভুল করে বড়ন্তি পাহাড় মনে করে যা আসলে ভুল। নিচের ছবিতে যে পাহাড়টি দেখা যাচ্ছে সেটি অন্য একটি পাহাড়। বড়ন্তি লেকের পশে অনেক হোটেল রয়েছে যে খানে আপনি থাকতে পারেন। বড়ন্তি লেকের সূর্যাস্ত সত্যিই অনবদ্য।
- ফুটিয়ারি ড্যাম
- মার্বেল লেক / পাতাল ড্যাম / নীল ড্যাম
- ময়ূর পাহাড়
- খয়েরাবেড়া ড্যাম
- চড়িদা গ্রাম / মুখোশ গ্রাম
দিন ৩ - অযোধ্যা সার্কিট
- কোথায় থাকবেন .
- কোথায় খাবেন .
- বিশেষ কি করবার আছে .
- Closing note.
- Add photos, videos and reference where-ever is possible.
- Use relevant and good label which helps to categorized post better and increase search capability on Google, so more people can read it.